ছদাহা গ্র্যাজুয়েট ফোরামের সংবর্ধনা,সনদ বিতরণ ও মিলনমেলা সম্পন্ন

চট্টগ্রামে  সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের সদ্য অনুষ্ঠেয় মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবী সনদপত্র ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা’১৮ ও ছদায়া থেকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষায় অধ্যায়নরত শিক্ষার্থীদের মিলনমেলা সম্পন্ন হয়েছে।

বুধবার (২৮ মার্চ )চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টোরে বিকাল ৫ টায় শুরু হয়ে রাত ৮ টায় এই অনুষ্ঠান শেষ হয়। এতে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে স্বেচ্ছাসেবীদের সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি ও আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম সাইফুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ইসলাম শিক্ষা ও আরবি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আয়ুব নূরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আমীর মোহাম্মদ নসরুল্লাহ, আইইউসির স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশন বিভাগের অতিরিক্ত পরিচালক মাহফুজুর রহমান, শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ ফরিদ ও ছদাহা সমিতি চট্টগ্রাম’র সদস্য সচিব আলহাজ্ব হাবিব উল্লাহ। লায়ন্স ক্লাবের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন শওকত হাসান খান ও লায়ন শাহ আলম।

অনুষ্ঠানে সর্বশেষ সেশনে সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তিকৃত ১০ জন কৃতি শিক্ষার্থী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতার ৩ বিজয়ীকে ক্রেস্ট সহ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে লায়ন ক্লাবের পক্ষ থেকে অধ্যাপক ডক্টর আমীর মোহাম্মদ নসরুল্লাহ ও মাহফুজুর রহমান কে বিশেষ সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, সুন্দর ও আলোকিত সমাজ গড়তে শিক্ষার্থী ও যুব সমাজের বিকল্প নেই। তোমরা যেভাবে আর্ত মানবতার সেবায় এবং সমাজ পরিবর্তন ও গড়ার কাজে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছ তা নিঃসন্দেহে প্রশংসা ও কৃতিত্বের দাবিদার। মানবিক চেতনা ও সামাজিক দায়বদ্ধতা করা এই কাজের ধারাবাহিকতা রক্ষা করা গেলে সত্যিকারের সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন বেশি দূরে নয়। তোমরা বিভেদ – বিদ্বেষ ও সংকীর্ণ ও ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে সম্মিলিত প্রয়াসে এগিয়ে যাও। সব ধরনের সাধ্যমত সহযোগিতা নিয়ে আমরা সবসময় পাশে আছি। তোমাদের চলার পথ শুভ হোক।

সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন, আবদুল্লাহ আল মাহমুদ (ইসলাম শিক্ষা, ঢাবি), মোহাম্মদ রায়হান (লোক প্রশাসন, ঢাবি), সৈয়দ রেজওয়ানুল হক পারভেজ (এমবিবিএস, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ), রবিউল হোসেন (রসায়ন, চবি), জিসানুর রহমান (হিসাববিজ্ঞান, চবি), এমাজউদ্দীন (ইতিহাস, চবি), নুর উদ্দিন মোহাম্মদ শিবলু (এমবিবিএস, দিনাজপুর মেডিকেল কলেজ), ইকবাল মনওয়ার (ইংরেজি, কুবি) ও হুসমাত আরা রুমি ( রসায়ন, কুবি) । কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি অনলাইন কুইজ প্রতিযোগিতার বিজয়ী আবদুর রহিম, ইয়াছির আরাফাত মাক্কী ও আরিফুল ইসলাম কে ও সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি জোবাইর হোসেন আরিফের সঞ্চালনায় এইচ.এম শাওন, জাহেদুল ইসলাম, রাকিবুল নোহেল, রাকিবুল ইসলাম, শাহ জাহান, নাছির উদ্দিন, জাকারিয়া তপু, শওকত হাসান শিফাত, শাহাদাত হোসেন শুভ, মনছুর আলম ও এমএ হারুনের যৌথ সমন্বয় ও তত্ত্বাবধানে সমাপ্ত হয়।

অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগীতা করেন অনলাইন ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন ছদাহা ডটকম।