ছদাহা গ্র্যাজুয়েট ফোরামের বিনামূল্যে চিকিৎসা সেবা সম্পন্ন

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার  ছদাহা ইউনিয়নে ছদাহা গ্র্যাজুয়েট ফোরামের উদ্যোগে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প–২০১৮ সম্পন্ন হয়েছে।

শনিবার (১৭ মার্চ) ছদাহা আয়েশা ইসলাম জনকল্যাণ ট্রাস্টে সকাল ৯টা থেকে শুরু হওয়া ক্যাম্প চলে বিকেল ৪টা পর্যন্ত।

এ ক্যাম্পে মা ও শিশুর চিকিৎসা সেবা, বিনামূল্যে চক্ষু, নাক-কান-গলা, হৃদরোগ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও চেকআপ, দন্ত সহ ৭ টি বিভাগে চিকিৎসা দিচ্ছে বিশেষজ্ঞসহ ৩০ জন ডাক্তারের সমন্বিত টিম।

আয়োজকরা জানিয়েছেন, ক্যাম্পেইনটিতে রেজিস্ট্রেশনের মাধ্যমে ছদাহা হতদরিদ্র মানুষদেরকে  বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।

ছদাহা ইউনিয়নের এই প্রথম বারের মতো ব্যতিক্রমধর্মী চিকিৎসা সেবার আয়োজন করেন ছদাহা থেকে গ্র্যাজুয়েট হওয়া তরুণ ও তরুনীরা । সার্বিক সহযোগীতা করেন ছদাহা ডটকম নামে একটি অনলাইন মুলক সংগঠন।

এছাড়াও  সহযোগিতায় করেছে লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলি, লায়ন্স ক্লাব চিটাগাং ইম্পেরিয়াল, সার্ক হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন (ইউএসটিসি ব্রাঞ্চ) ও সাতকানিয়া ডায়াবেটিক হাসপাতাল।