সাতকানিয়া ছদাহা-কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গত ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অন্ষ্ঠুান ও আলোচনা সভা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন গুহের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইন্দু ভ‚ষণ বড়ুয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ নেজাম উদ্দীন।
মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের এলএমজি। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইউনুচ, মুক্তিযোদ্ধা মৃদুল কান্তি দাশ, ডা. পরিমল চৌধুরী, মো. আবুল কাসেম, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য সাহেব মিয়া, সহকারী প্রধান শিক্ষক অলিউল্লাহ, সহকারী শিক্ষক ঝুনু নন্দী, মনির আহমদ, অনুক দে ও আবদুচ ছালাম।