ছদাহা ও ঢেমশায় এমপি নদভীর ইফতার সামগ্রী বিতরণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ও ঢেমশা ইউনিয়নে এমপি নদভী’র পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করলেন মিসেস রিজিয়া রেজা চৌধুরী্

বুধবার সকাল ১১টায় সাতকানিয়া উপজেলার ছদাহা কফায়েত উল্লাহ উচ্চ বিদ্যালয়  মাঠে ছদাহা ও ঢেমশা ইউনিয়নের দুঃস্থ অসহায় ও হত দরিদ্রদের মাঝে এমপি নদভী’র পক্ষ থকেে ইফতার সামগ্রী বিতরণ করেন এমপি নদভী’র সহর্ধমিনী বাংলাদশে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগরে কার্য নির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া  উপজেলা নির্বাহী অফিসারর মোবারক হোসেন , স্থানীয় সাংসদের  একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, ছদাহা ইউপি চেয়ারম্যান মোসাদ হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য খানে আলম মিন্ট, রুবলে রাজ, কেফায়েত উল্লাহ উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি হাজী ইসহাক মিয়া, শিফন, দেলোয়ার হোসেন বেলাল, আব্দুর রহিম , নারগিস আক্তার মুন্নী, হামিদা আক্তার, সম্পা দেবি ,ছাত্রলীগ নেতা মো ইদ্রীচ,সজল, মিনহাজ, রিয়াদ । বিতরণকৃত দ্রব সামগ্রী মধ্যে ছিল চাল, ডাল,ছোলা, তেল, শাড়ী,লুঙ্গি ও নগদ টাকা।