ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা সম্প্রতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি। তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। এই জন্যে নেতাকর্মীদের কঠোর পরিশ্রম করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। ভেদাভেদ ভুলে নৌকার বিজয় সুনিশ্চিত করতে ঘরে ঘরে সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম দুলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাদ হোসেন চৌধুরী, তাজুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম মেম্বার, আবদুর রহিম, রাশেদুল ইসলাম, কামাল উদ্দিন,আজাহার উদ্দিন, আবুল হোসেন, নেসার উদ্দিন প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি