চোলাইমদসহ লোহাগাড়ায় এক দম্পতি গ্রেফতার

গত সোমবার লোহাগাড়ায় অভিযান চালিয়ে বিকেলে নিজ বাড়ি থেকে চোলাইমদসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। গ্রেফতার দম্পতি উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর জলদাশ পাড়ার সুনিল জলদাসের পুত্র ছোটন জলদাস (৩২) ও তার স্ত্রী সবিতার (২৬) এসময় তাদের কাছ থেকে ৩০ লিটার চোলাইমদ জব্দ করা হয়।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ দম্পতি পেশাগত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গত মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগেও তাদের বিরুদ্ধে একই অপরাধে মামলা করা হয়েছিল বলে থানা সূত্র জানিয়েছে।