সাতকানিয়া প্রতিনিধি: লোহাগাড়ার চুনতিস্থ সিরাত ময়দানে ১৯ দিনব্যাপী মাহফিল চলছে। ২৯ নভেম্বর ১১তম দিন পার হয়েছে ।
চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী ও মুহাদ্দিস ফারুক হোসাইন এর যৌথ সঞ্চালনায় ছদরে মাহফিল ছিলেন চট্টগ্রাম লোহাগাড়া আমিরাবাদ সুফিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা ফজলুল হক। ওয়ায়েজিন ছিলেন লোহাগাড়া চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা ফারুক হোছাইন, কক্সবাজার বদরমোকাম জামে মসজিদের খতিব আলহাজ হাফেজ মাওলানা নুরুল কাদের, লোহাগাড়া চুনতি মসজিদে বায়তুল্লাহর খতিব মাওলানা সালাহ উদ্দীন হাবিবী, সীরতুন্নবী (স.) মাহফিলের মোতোয়াল্লি কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, শাহাজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, শাহাজাদা তৈয়বুল হক বেদার।
মাহফিলে আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, হাফেজ মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ ইমরানুল হক, মুহাম্মদ আবু বকর ছিদ্দীক প্রমুখ। ওয়ায়েজীনগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামীন মহানবী (স.)কে বিশ্বমানবতার আদর্শরূপে ইহকালীন জীবনের শান্তি ও পরকালীন জীবনের মুক্তি ও নাজাতের পয়গাম দিয়ে পাঠিয়েছেন। তিনি স্রষ্টার সঠিক পরিচয় মানুষের কাছে তুলে ধরেছেন।
আলোকিত সাতকানিয়া/এইচএম