চুনতি ব্লাড ব্যাংকের পরামর্শ সভা

চট্টগ্রাম নগরীর সি.আর.বি প্রাঙ্গনে লোহাগাড়া উপজেলাধীন চুনতি ব্লাড ব্যাংকের উদ্যোগে এক পরামর্শ সভা চুনতি ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা এডমিন মুহাম্মদ শাহাব উদ্দীন শিহাবের সভাপতিত্বে ও আজাদ শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মুহাম্মদ ইব্রাহিম এবং স্বাগত বক্তব্য রাখেন এডমিন জোবাইরুল হক ৷
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেজাদ উদ্দীন, বখতিয়ার আশিক, মাঈনুল ইসলাম, মোঃনোমান, মোঃ হেলাল, মোঃতারেক মনোয়ার, মোঃহ্নদয়, সরোয়ার কামাল, ইব্রাহিম, এরফান, ফরহাদ, ইরফান, মোজাহিদ, সাকিব প্রমুখ।
উক্ত পরামর্শ সভায় রক্তদানে ভীতি দূর করে কখন কিভাবে রক্ত দিতে পারবে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানুষের বিপদকালীন সময়ে পাশে দাঁড়াতে উপস্থিত জনসাধারণকে আহবান জানানো হয়। রক্তদানে প্রচতিল কিছু কুসংস্কার বিষয়েও বক্তারা খোলামেলা বক্তব্য উপস্থাপন করেন।

আলোকিত সাতকানিয়া/ এইচএম