চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি হাজি রাস্তার মাথা এলাকায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসের চালক জামাল উদ্দিন (৫০) নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টায় সৌদিয়া পরিবহনের বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
দোহজারী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান ও চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেচেন।
নিহত জামাল উদ্দিন ঢাকা মোহাম্মদপুর এলাকার আবদুল অজিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহরমুখী সৌদিয়া পরিবহনের বাস ও কক্সবাজারমুখী মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৯-০৯৬৮) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রো চালক ঘটনাস্থলে নিহত হয়। বাসের সম্মুখভাগ ক্ষতিগ্রস্থ হলেও কেউ হতাহত হয়নি।
দূর্ঘটনা কবলিত গাড়ি ২টি দোহাজারী হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানা গেছে।