চীনের সঙ্গে হেরে গ্রুপ রানার্স আপ মারিয়ারা

শক্তিশালী চীনের সঙ্গে পেরে উঠলো না বাংলাদেশের মেয়েরা। এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে গ্রুপ ‘বি’ থেকে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। গ্রুপপর্বের শেষ ম্যাচে চীনের কাছে ৩-০ গোলে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে ফিলিপিন্স ও স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে জয় তুলে নিয়ে থাইল্যান্ডে মূলপর্বে যাওয়া নিশ্চিত করেছে দ’ুদলই।
ফিলিপিন্স ও মিয়ানমারের বিপক্ষে কোনো প্রকার পরীক্ষাই দিতে হয়নি বাংলাদেশ গোলরক্ষক রুপনা চাকমাকে। চীনের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়ে একপ্রকার ফেলই করলেন এ গোলরক্ষক। যে তিনটা গোল করল চীন, প্রতিটাতেই শিশুতোষ ভুল করেছেন রুপনা।
তবে এই হারে খুব একটা ক্ষতি হয়নি বাংলাদেশের। কিন্তু মূলপর্বে সাউথ কোরিয়া, জাপান ও থাইল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এমন ভুল চললে প্রথমবারের মত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলার স্বপ্ন ফিকে হয়ে যাবে বাংলাদেশের। মূল পর্বের সেরা তিন দল সরাসরি টিকেট পাবে বিশ্বকাপের। চতুর্থ দলটিকে খেলতে হবে প্লে-অফ।