চার নারী ধর্ষণ মামলা তদন্তের দায়িত্ব পেল পিবিআই

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় একই পরিবারের ৪ নারী ধর্ষণ মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার বিকেলে পিবিআই চট্টগ্রাম মেট্রোর জনসংযোগ কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেন।

সন্তোষ কুমার চাকমা বলেন, আমরা মামলার তদন্তের দায়িত্ব পেয়েছি। পিবিআই হেডকোয়ার্টার থেকে মামলার তদন্তভার গ্রহণের জন্য আমাদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

গেলো ১২ ডিসেম্বর কর্ণফুলী থানাধীন শাহমীরপুর এলাকার একটি বাড়িতে ডাকাতির পর ওই পরিবারের চার নারীকে ধর্ষণ করে ডাকাতরা।

এ ঘটনায় প্রথমে থানা পুলিশ মামলা নিতে গড়িমসি করলেও পরে স্থানীয় সংসদ সদস্য ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের হস্তক্ষেপে ১৭ ডিসেম্বর মামলা গ্রহণ করে পুলিশ। ওই মামলায় পুলিশ এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে।

এদিকে গেলো সোমবার এক সংবাদ সম্মেলনে এই ধর্ষণের ঘটনায় আইনি পদক্ষেপ নিতে পুলিশের আংশিক ব্যর্থতা ছিল বলে স্বীকার করেন নগর পুলিশের উপকমিশনার (বন্দর) হারুণ অর রশিদ হাযারী।