চার কৃতি নারী পেলেন রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০১৮

নিজ নিজ ক্ষেত্রে অভাবনীয় সাফল্যে জন্য জন্য চার কৃতি নারী পেলেন রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০১৮। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে ২ মার্চ বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০১৮’ প্রদান করা হয়। সাংবাদিকতা, সমাজকল্যাণ এবং ব্যবসায় উদ্যোগে অসামান্য অর্জনের জন্য স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘রাঁধুনী’ গত একযুগেরও বেশি সময় ধরে প্রতি বছর এই পুরস্কার দিয়ে আসছে। এ বছর রাঁধুনী কীর্তিমতী সম্মাননা প্রদানের আরো একটি ক্ষেত্র ‘ক্রীড়া’ যুক্ত করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে নারীশক্তির নানামাত্রিক উপস্থাপনের থিমে সাজানো এক মনোরম নৃত্য পরিবেশনায় অংশ নেন তুরঙ্গমী রেপার্টরী ড্যান্স থিয়েটারের পূজা সেনগুপ্ত ও তার দল। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নারী দিবস ২০১৯-এর মূল প্রতিপাদ্য: ‘ব্যালান্স ফর বেটার: ভালোর জন্য সমতা’। এরই প্রেক্ষাপটে স্বাগত বক্তব্য রাখেন স্কয়ার ফ্যাশনস লিমিটেডের পরিচালক আনিকা চৌধুরী। তিনি চার কীর্তিমতীকে আগাম অভিনন্দন জানিয়ে তাদের এই সাফল্য ভবিষ্যতের আরো কীর্তিমতী তৈরিতে প্রেরণা যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, লেদার ব্র্যান্ড ‘গুটিপা’র প্রতিষ্ঠাতা উদ্যোক্তা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান লেদারিনা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসলিমা মিজি, এবং প্রযুক্তিসেবা প্রতিষ্ঠান ডিক্যাস্টালিয়ার পরিচালক ও প্রধান, কমিউনিকেশনস অ্যান্ড পিপল সাবিলা ইনুন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. পারভেজ সাইফুল ইসলাম। এরপর ছিলো পুরস্কার প্রদানের পালা। তিন দশকেরও বেশি সময় ধরে দুর্নীতি, অনিয়ম, নারী ও শিশুদের প্রতি অবিচার, কৃষকের দুর্দশা সহ বিভিন্ন বিষয়ে সাহসী ও সময়োপযোগী প্রতিবেদন লেখার জন্য ঢাকার রোজী ফেরদৌস পেয়েছেন ২০১৮ সালের কীর্তিমতী সাংবাদিক সম্মাননা। অসহায়, নিঃস্ব ও প্রবীণ নারীদের পুনর্বাসনে নিরলস কাজ করা নওগাঁর তসলিমা ফেরদৌস পেয়েছেন কীর্তিমতী হিতৈষী সম্মাননা ২০১৮। একান্ত উদ্যোগে সমাজের তৃণমূল পর্যায়ের অবহেলিত আঠারো হাজারেরও বেশি নারীকে স্বাবলম্বী করে তুলতে সহায়তা করে ঢাকার কোহিনূর ইয়াসমীন পেয়েছেন ২০১৮ সালের কীর্তিমতী উদ্যোক্তা সম্মাননা। এবং দেশের নারী ক্রিকেটের আইকন, প্রাক্তন অধিনায়ক, খুলনার ক্রিকেটার সালমা খাতুন পেয়েছেন এবারের নতুন সংযোজিত কীর্তিমতী ক্রীড়াবিদ সম্মাননা ২০১৮।
রাঁধুনী কীর্তিমতী সম্মাননা প্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও চেক তুলে দেন অধ্যাপক অজয় রায়, গাজী আশরাফ হোসেন লিপু, তাসলিমা মিজি, সাবিলা ইনুন এবং আনিকা চৌধুরী। উল্লে­খ্য, সারা দেশের সংবাদকর্মীদের মনোনয়নের ভিত্তিতে একটি নির্বাচক প্যানেল রাঁধুনী কীর্তিমতী সম্মাননাপ্রাপ্তদের নির্বাচন করেন। এবারের নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে ছিলেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, দৈনিক সমকালের সহযোগী সম্পাদক অজয় দাশ গুপ্ত, ইনোভেশন ফর ওয়েলবিয়িং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মনিরা রহমান, এবং বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান। পুরস্কার বিতরণ শেষে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা।