চাম্বলে সরকারের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা।

চাম্বল ইউনিয়ন শীলপাড়া কর্তৃক বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য শাহিদা আকতার জাহান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে শাহিদা আকতার জাহান বলেন- বর্তমান সরকার অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সরকার তাই মুসলিমদের পাশাপাশি হিন্দু বৌদ্ধ খৃষ্টানসহ সকল ধর্মের নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা বিধান করে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্ন আর প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। আর এ উন্নয়নের সুফল সবাই সমানভাবে ভোগ করছে
মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতিত্ব করেনন মন্দির কমিটির সভাপতি অনিল চন্দ্র সুশীল
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুর হোছাইন তালুকদার, মুহাম্মদ ইদ্রিস, জাকের আহমদ, আজগর, সাইফুদ্দিন খালেদ হুমায়ুন, আব্দুল মানান, শিশির সুশীল,সুনিল, অনিল, টুম্পা রানী, সঞ্চিতা সুশীল, বকুল সুশীল, টকি রাণী, প্রণিতা প্রবাহ, মুন্নি রাণী, আথৈ রাণী, পুষ্পা রাণী, কহিনুর আক্তার মসোয়ারা বেগম ফরিদা বেগমসহ এলাকার সর্বস্তরের মহিলারা।