চলতি মাসে বন্যার শঙ্কা

ঝড়ো হাওয়ার শঙ্কায় ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবদুর রহমান খান গতকাল শুক্রবার বলেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত মৌসুমী গভীর নিম্নচাপটি পশ্চিম–উত্তর–পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল নিম্নচাপ হিসেবে উত্তর উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এদিকে সেপ্টেম্বরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, মাসের শেষ দিকে বন্যার শঙ্কা রয়েছে দেশে। এটি স্থলভাগের উপর দিয়ে আরো উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। খবর বিডিনিউজের।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাফেরা করতে পরামর্শ দেওয়া হয়েছে। আগামীকাল রোববারের পূর্বাভাসের বিষয়ে অধিদপ্তর বলেছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, সেপ্টেম্বরে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে ১ থেকে ২টি মৌসুমী নিম্নচাপের আশঙ্কা রয়েছে। এছাড়া উজানের ঢলে সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধ থেকে শেষ পর্যন্ত দেশের উত্তর–পূর্বাঞ্চল ও দক্ষিণ–পূর্বাঞ্চলে স্বল্প মেয়াদি বন্যা হতে পারে।