চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির নির্বাচনে সপ্তমবারের মত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আওয়ামী লীগ ও বাম সমর্থিত বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ হলুদ দল।
বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত ভাট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশনস বিভাগের প্রফেসর ড. আহমদ সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর ড. অলক পাল।
শিক্ষক সমিতি নির্বাচনে পাঁচটি। সম্পাদকম-লীর পদ ও ছয়টি। কার্যনির্বাহী সদস্য তথা ১১টি পদেই হলুদ দল বিজয়ী হয়েছে।
বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার ড. এম এ গফুর সাংবাদিকদের জানান, ৩৬৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ড. আহমদ সালাউদ্দীন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রার্থী ড. মোহাম্মদ আল আমিন পেয়েছেন ১৪৩ ভোট। ৩৭৩ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ড. মো. রাশেদ উন নবী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন ১২৯ ভোট। এছাড়াও একই দল থেকে কোষাধ্যক্ষ ড. মু. তারিকুল হাসান চৌধুরী সাধারণ সম্পাদক প্রফেসর ড. অলক পাল, যুগ্ম সম্পাদক পদে মঞ্জুরুল আলম নির্বাচিত হয়েছেন। এছাড়াও সদস্য নির্বাচিত হয়েছেন মো. আব্দুল্লাহ আল মামুন, প্রফেসর ড. মোহাম্মাদ খাইরুল ইসলাম, ড. মু. গোলাম কবির, প্রফেসর ড. মোহাম্মাদ জামাল উদ্দীন ও ড. লায়লা খালেদা আঁখি।