হাটহাজারী থানাধীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই নম্বর গেট এলাকার একটি কটেজের ঘুমন্ত ছাত্রদের ওপর অতর্কিত হামলা করেছে প্রতিপক্ষ গ্রুপের ছাত্ররা।
এ ঘটনায় আহত তিন ছাত্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, নাহার কুঞ্জ নামের একটি কটেজে প্রতিপক্ষের অতর্কিত হামলায় আহত চবির পালি দ্বিতীয় বর্ষের নিউটন চাকমা, বাংলা চতুর্থ বর্ষের সবিনয় চাকমা ও পালি প্রথম বর্ষের অমিত চাকমাকে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।