চবিতে ভাংচুর ও অপহরণের অভিযোগে ৮ ছাত্র বহিষ্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে ভাংচুর ও এক শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আট শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার বিকেলে বোর্ড অব রেসিডেন্স, হেলথ ও ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী।

এছাড়াও কেন তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জনতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে ভাংচুরের ঘটনায় বহিষ্কৃতরা হলেন-লোকপ্রশাসন বিভাগের ছাত্র সাইদুল ইসলাম সাইদ, অর্থনীতি বিভাগের লোকমান হোসেন, আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রণব সাহা জয় ও নাট্যকলা বিভাগের মাহফুজুল হুদা লুটাস।

এছাড়া গেলো ২২ ফেব্রুয়ারি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজিদ খানকে অপহরণের ঘটনায় আধুনিক ভাষা ইনস্টিটিউটের শফিকুল ইসলাম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ইয়াসিন আরাফাত, আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইফতেখার রিয়াজ ও ম্যানেজমেন্ট বিভাগের সাব্বির হোসেনকে বহিষ্কার করা হয়।