চবিতে গাঁজা সেবনকালে ৫ শিক্ষার্থী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাদক (গাঁজা) সেবন কালে সোহরাওয়ার্দী হল থেকে ৫ শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। পরে তাদের পুলিশে সোপার্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের ১৫১ নম্বর রুম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের রবিউল ইসলাম আপেল, শিক্ষা ও গবেষনা ইনিস্টিটিউটের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সুমন ত্রিপুরা, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের মইনউদ্দীন আমানউল্লাহ, বাংলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল তামজীদ ও বাংলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ইমামুল হাসান খান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, গাঁজা সেবনকালে সোহরাওয়ার্দী হল থেকে ৫ শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

হাটহাজারি মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর বলেন, গাঁজা সেবনকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৫ জনকে আটক করে পুলিশের কাছে সোপার্দ করে। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব।