চন্দনাইশ হাশিমপুরে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের পূর্ব হাশিমপুর মসজিদ মার্কেট এলাকায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতের তারের স্পর্শে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।জানা যায়, গাছে ডাল কাটার সময় গাছের উপর দিয়ে চলে যাওয়া বিদ্যুতের তারের স্পর্শে গাছ থেকে পড়ে এক যুবক প্রাণ হারিয়েছে। গতকাল ৯ সেপ্টেম্বর দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি হচ্ছে একই এলাকার সোনাইছড়িকুল গ্রামের তাজুল মুল্লুকের পুত্র আবদুল মালেক(৩৫)। জানা যায়, দিন মজুরের কাজ করা আবদুল মালেক রোববার দুপুরে মসজিদ মার্কেট এলাকায় জনৈক ব্যক্তির গাছের ডাল কাটার জন্য গাছে উঠে । এক পর্যায়ে গাছের উপর দিয়ে টানা বৈদ্যুতিক লাইলের তারের সাথে একটি কাটা ডাল লেগে যায় এবং বিদ্যুৎ প্রবাহের কারণে মালেকের শরীরে বিদ্যুতের স্পর্শ লেগে সে গাছের উপর থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন