চন্দনাইশ সমিতি, চট্টগ্রামের উদ্যোগে ফ্রি খৎনা ক্যাম্প এবং ওষুধ ও লুঙ্গি বিতরণ।

চন্দনাইশ সমিতি, চট্টগ্রামের উদ্যোগে চন্দনাইশের হাছনদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার দুস্থ ও অসচ্ছল পরিবারের সন্তানদের ফ্রি খৎনা ক্যাম্প এবং তাদের মাঝে ওষুধ ও লুঙ্গি বিতরণ করা হয়। প্রত্যয় সেক্রেটারি ও চন্দনাইশ সমিতির দপ্তর সম্পাদক আবদুল্লাহ মোঃ সাদ এর সঞ্চালনায় প্রত্যয় সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ সমিতি, চট্টগ্রামের সভাপতি এবং রিহ্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়্যারম্যান ও চট্টগ্রাম রিজিনাল কমিটির সভাপতি আব্দুল কৈয়ুম চৌধুরী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে যুব সমাজকে সামাজিক কার্যক্রমে এগিয়ে আসার আহবান জানান। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক এডভোকেট নজরুল ইসলাম। চন্দনাইশ সমিতি, চট্টগ্রামের ট্রাস্টি সেক্রেটারি একরাম হোসনের উদ্বোধনী ঘোষণার পর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় চেয়ারম্যান আহমদুর রহমান ডিলার, মোঃ হেলাল উদ্দিন চৌধুরী, বাবর আলী ইনু, আ.ন.ম. হাসান চৌধুরী, জসিম উদ্দিন হায়দার, দিদারুল ইসলাম পেয়ারু, আল মাহমুদ সেলিম, কুতুব উদ্দিন, তাহের উদ্দিন ডালিম, আনছার উদ্দিন, ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন, আবু সাঈদ মুন্না ও মাসুকুর রহমান প্রমুখ। ক্যাম্পে ৮২ জন শিশুকে খৎনা করানো হয়।