চন্দনাইশ শাহসূফী দরবারে কারবালা মাহফিল শুরু

হিজরী নববর্ষ বরণ উপলক্ষ্যে দাওয়াতে সুফি বাংলাদেশ চট্টগ্রাম শাখার উদ্যোগে গতকাল সোমবার বাদে আসর জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফ অভিমুখে উপজেলার বিভিন্ন এলাকা হতে স্বাগত র‌্যালি নিয়ে দরবার শরীফ কমপ্লেক্সে মিলিত হয়ে দরবার শরীফ থেকে পুনরায় র‌্যালি বের হয়ে আরকান সড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। শেষে আবার দরবার শরীফে এসে এক সমাবেশে মিলিত হয়।
অনজুমানে জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় মাও. অলী আহমদ ও মাও. রেজাউল করিমের সঞ্চালনায় ১০ দিনব্যাপী পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিলের উদ্বোধনী দিনে গতকাল প্রধান অতিথি ছিলেন মির্জাখীল দরবার শরীফের শাহজাদা আওলাদে জাহাগির হযরত মাওলানা মো. জয়নাল আবেদীন জাহাগিরি ও মধ্য প্রদেশ ভারতের খানকায়ে কলন্দরীয়া, এমপির পীর সাহেব ছৈয়দ নাজির আলী শাহ্ কলন্দরী। ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিলের ১ম দিনে সভাপতিত্ব করেছেন শাহসুফি সৈয়দ মো. আলী মা.জি.আ.। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুফতি মো. ইকবাল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মো. মনজুর আলী, মাওলানা মতি মিয়া মনসুর, সাবেক ভাইস চেয়ারম্যান আবদুর রহিম বাদশা, সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, আবদুল শুক্কুর কোম্পানি প্রমুখ।