চন্দনাইশ দোহাজারী পৌরসদরে গত ১৯ সেপ্টেম্বর এক চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালিত “কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির” আওতায় চন্দনাইশের নির্বাচিত উপকার ভোগীদের স্বাস্থ্য সেবা জোরদার করার লক্ষ্যেই এ ক্যাম্প বলে পরিচালিত হয়। এতে দোহাজারী পৌরসভাধীন সকল শিশু ও মা’দের ফ্রি চিকিৎসা, ঔষুধ, পরিবার পরিকল্পনা সামগ্রী ও নানা ধরনের উপহার সামগ্রী প্রদান করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম. বদরুদ্দোজা। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সৈকত দাশের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্ল্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু তৈয়ব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম. বাবর আলী ইনু, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, মো. লোকমান হাকিম, জামাল উদ্দীন মেম্বার, এস্কান্দর মেম্বার, মো. ইয়াছিন মেম্বার, রোকেয়া বেগম, সংরক্ষিত মহিলা মেম্বার ডা. মমতাজ বেগম লিলিসহ স্বাস্থ্য বিভাগের র্ককর্তাবৃন্দ।