চন্দনাইশ উপজেলা দোহাজারী পৌরসভার বসবাসরত জব্বার সওদাগরের ভাড়া বাসায় আগুন লেগে ১ বসতঘর সম্পূর্ণ ভস্মীভুত হয়। এ ঘটনায় এতে প্রায় ৪ লক্ষ টাকা ক্ষতি সাধন হয় বলে ধারণা করা হচ্ছে। গত ৯ সেপ্টেম্বর দোহাজারী পৌরসভার জব্বার সওদাগরের ভাড়াটিয়া মাওলানা আহমদ রেজার বসতঘরে আগুন লেগে নগদ ১০ হাজার টাকা, স্বর্ণালংকার, মূল্যবান কাপড়-চোপড়, আসবাবপত্র পুড়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়। স্থানীয়দের সহযোগিতায় আনুমানিক আধা ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।