জোয়ারা স্কুলে ভিত্তিপ্রস্তর স্থাপন ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠানে এমপি নজরুল ইসলাম

গত ২৯ সেপ্টেম্বর দুপুরে চন্দনাইশ পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জোয়ারা বি.সি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শিল্পপতি তিনকড়ি চক্রবর্তীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। এ সময় নজরুল ইসলাম চৌধুরী বলেন বর্তমান সরকার শিক্ষাবন্ধব সরকার হিসেবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের হাতে বছরের প্রথমদিন বই হাতে তুলে দেয়ার কারনে ঝরেপড়া রোধ হওয়ার পাশাপাশি শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশ ও ২০৪১সালে উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন উপ-সচিব দিলীপ কুমার চৌধুরী, জয় চাঁদ চৌধুরী, উৎপল রক্ষিত, এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেন, প্রকৌশলী অসীম সেন ও একাডেমিক সুপার ভাইজার বিপীন চন্দ্র রায়। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক প্রমোদ রঞ্জন বড়–য়া। শিক্ষক অসীম চক্রবর্তীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মুকুন্দ চৌধুরী, তরুন সরকার, সহকারি প্রধান শিক্ষক বিধান কুমার মিত্র, রজিম আহমদ, কেনাডাম চৌধুরী, শান্তা পালিত, সামশুল হক, হাছিনা মোসফিকা মোতালেব, ভগিরত সিকদার, সুমন দে, প্রাক্তন শিক্ষার্থী নয়ন দাশ, সুজন সরকার, শিক্ষার্থী সাইম উদ্দিন, বাবুল চক্রবর্তী, এনি প্রমুখ।