গত ২৫ সেপ্টেম্বর সকালে মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আহমদ হোসেন আল কাদেরীর সভাপতিত্বে উপজেলার দোহাজারী জামিরজুরি রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ডিগ্রী মাদ্রাসা মিলনায়তনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি ছিলেন গভর্ণিং বডির সহ-সভাপতি সিরাজুল ইসলাম। আলোচনায় অংশ নেন অভিভাবক সদস্য যথাক্রমে আবদুল মোমেন লাভলু, খোরশেদ আনোয়ার, শিক্ষক প্রতিনিধি আবুল বশর, অভিভাবক যথাক্রমে শিক্ষক নাদেরুজ্জামান, মাওলানা খায়ের আহমদ, আহমদ শফি, মাস্টার মহিউদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বর্তমানে মাদ্রাসার শিক্ষার্থীরা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধার স্বাক্ষর রেখে ভর্তি হতে পেরেছে। বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষাকে বাংলা শিক্ষার সাথে সম-মর্যাদা দেয়ায়, মাদ্রাসা শিক্ষার্থীরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ের সকল বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। বিষয়টিকে অনুধাবন করে শিক্ষার্থীদেরকে যুগপোযোগী পাঠদানের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এ মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ মো. তাহছিন ১ম শ্রেণিতে ১ম হয় আনোয়ার হোসেন ৩৬তম বিসিএস’এ সাধারণ শিক্ষায় উন্নীত হয়ে রামগড় সরকারি কলেজে শিক্ষকতা পদে যোগদান করায় তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।