গত ২০ অক্টোবর সকালে গাছবাড়ীয়া দীঘিরপাড় পিপিএস মডেল প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া মডেল স্কুল সরকারি হওয়ায় গাছবাড়ীয়া পিপিএস মডেল প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত করার লক্ষে সর্বস্তরের লোকজনের উপস্থিতিতে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন পিপিএসের নির্বাহী পরিচালক নুরুল হক চৌধুরীর অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মাহবুবুল আলম খোকা। প্রধান আলোচক ছিলেন গাছবাড়ীয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ছৈয়দ আবু ছাদেক মো. মুছা।আলোচনায় অংশ নেন, চেয়ারম্যান আলগীরুল ইসলাম চৌধুরী, প্রবীন শিক্ষক কুমকুম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক একরাম হোসেন, এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেন, শাহাদাত হোসেন, নুরুল আলম, শাহাজাহান আজাদ, মহিউদ্দিন, কাজী কুতুব উদ্দিন, কাজী হোসেন, শ্যামল চক্রবর্তী, ব্যাংকার নুরুল আলম, আবু সাঈদ চৌধুরী, আহমুদুর রহমান, সাদ্দাম হোসেন, ছরওয়ার আহসান, সামশুল ইসলাম চৌধুরী, ব্যাংকার কাজী মহিউদ্দিন, প্রভাশক আবুল মনছুর, প্রভাশক জাবেদ ইকবাল, কাউন্সিলর মোজাম্মেল হক, কাউন্সিলর হোসনে আরা বেগম, শিক্ষক যথাক্রমে ফৌজুল আজিম, আমজাদ হোসেন, নজরুল ইসলাম আবদুল, আজম খান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নুরুল আলম।