গত ২১ সেপ্টেম্বর সকালে পৌরসভা সদরস্থ সংগঠন কার্যালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলা শাখার বার্ষিক সাধারণ সভা উৎপল রক্ষিতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়
উক্ত সভায় চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক দেশ গড়ায় বদ্ধপরিকর বর্তমান সরকারের শাসনামলে সারা বাংলাদেশে পূজা পার্বণ ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। । সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আকতার চৌধুরী, আ.লীগ নেতা মাস্টার আহসান ফারুক, পৌর আ.লীগের আহ্বায়ক এম কায়সার উদ্দিন চৌধুরী, এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেন, এসএম দিদারুল ইসলাম সিকদার। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক বলরাম চক্রবর্তী। কৃষ্ণ চক্রবর্তী ও সৈকত দাশ ইমনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিষ্ণুযশা চক্রবর্তী, অমিতাভ চৌধুরী টিটু, সমীরণ দাশ তপন, বিকাশ চন্দ্র দে, কুমার রায় চৌধুরী, সত্যপদ তালুকদার বাবলা, বাবলু দাশ, গোপাল কৃষ্ণ ঘোষ, হরিধর বৈদ্য, ললিত মহাজন, শিমুল পাল, বাপ্পুধর, সৌরভ দাশ শুভ, রূপক ঘোষ, রূপন সুশীল, অজিত যোনাকী, প্রিয়ক্ষত গৌস্বামী তনু, সুলাল মিত্র, রাজিব দেব নাথ, শুকেস দাশ গুপ্ত, মৃনাল কান্তি ধর, টিংকু ধর প্রমুখ।