চন্দনাইশ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় নির্বাচিত ভাতাভোগীদের নিয়ে হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহ উদ্দিন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী। ক্যাম্পে ভাতাভোগীদের সূর্যের হাসি ক্লিনিক চন্দনাইশ শাখা স্বাস্থ্য সেবা প্রদান করে। সভা শেষে ভাতাভোগীদের মাঝে স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়।