চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসদরে সংঘটিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসদরে সংঘটিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের ১০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরন প্রদান করে চন্দনাইশ উপজেলা প্রশাসন। গত ২ অক্টোবর দোহাজারী পৌরসভা কার্যালয়ে এ ক্ষতিপূরন প্রদান করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দোহাজারী পৌর প্রশাসক আ ন ম বদরুদ্দোজা।
এ সময় নির্বাহী কর্মকর্তা প্রতিটি ক্ষতিগ্রস্ত দোকান মালিককে দোকান পুনঃনির্মাণে সরকারী সাহায়তার টিনসহ বিভিন্ন সামগ্রী প্রদান করারও আশ্বাস প্রদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভার প্রকৌশলী শামীম হোসেন মৃধা, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক নবাব আলী, শাহ আলম মেম্বার, জামাল উদ্দীন মেম্বার, বিধান বড়ুয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।