চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসদরে সংঘটিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের ১০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরন প্রদান করে চন্দনাইশ উপজেলা প্রশাসন। গত ২ অক্টোবর দোহাজারী পৌরসভা কার্যালয়ে এ ক্ষতিপূরন প্রদান করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দোহাজারী পৌর প্রশাসক আ ন ম বদরুদ্দোজা।
এ সময় নির্বাহী কর্মকর্তা প্রতিটি ক্ষতিগ্রস্ত দোকান মালিককে দোকান পুনঃনির্মাণে সরকারী সাহায়তার টিনসহ বিভিন্ন সামগ্রী প্রদান করারও আশ্বাস প্রদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভার প্রকৌশলী শামীম হোসেন মৃধা, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক নবাব আলী, শাহ আলম মেম্বার, জামাল উদ্দীন মেম্বার, বিধান বড়ুয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।