চন্দনাইশ সংবাদদাতা : দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট (এএসপিআই) এর প্রথম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ অক্টোবর) সকাল ১১ টার দিকে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির সদস্য নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ম্যানেজিং কমিটির আরেক সদস্য নাফিজ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ আর্মি ক্যাম্পের মেজর মো. মেহেদী হাসান, লে. আনিকা আনান প্রমি ও উপজেলার একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবদুল বাতেন।
কো-অর্ডিনেটর আনিসুর রহমান ও ল্যাব এসিস্ট্যান্ট মৃনাল বড়ুয়ার যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, অভিভাবক আনিসুর রহমান, শিক্ষক বিষ্ণুযশা চক্রবর্তী, জাফর আহমদ, মো. ইসহাক, মো. আবুল বশর, সমীর কুমার দে, মাওলানা মো. সিরাজ উদ্দীন আল-কাদেরী, শিক্ষক লিখন কান্তি দাশ, কৃষ্ণ কান্তি ঘোষ, ইভানা আরফিন, রাশেদা পারভিন ও নুসরাত জাহান, কম্পিউটার ট্রেডের ইন্সট্রাক্টর ফারিয়া আরফিন, ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর ইরফান উদ্দিন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাঈদ মাহবুব হামিম ও সাদিয়া সুলতানা প্রিয়া।