চন্দনাইশে সড়কের বেহাল অবস্থা

চন্দনাইশে নগর অবকাঠামো উন্নয়নের আওতায় চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া-আবদুল বারীহাট সড়কটি জাপানের অর্থায়নে এ সড়কটি সংস্কার করার পর দীর্ঘ সময় ধরে সড়কটি সংস্কার না করায় কার্পেটিং নষ্ট হয়ে মেকাডাম পর্যন্ত উঠে গেছে।
সম্প্রতি সড়কটির চমুদার পাড়া এলাকা থেকে কাজি পাড়া হয়ে আবদুল বারীহাট ব্রিজ পর্যন্ত সড়কের কার্পেটিং উঠে গিয়ে মেকাডাম পর্যন্ত নষ্ট হয়ে গেছে। সড়কের বেশ কিছু জায়গায় খানাখন্দকে পরিণত হয়েছে। আর সড়কের বেশ কিছু অংশের পাশ ভেঙ্গে পার্শ্ববর্তী জমির সাথে একাকার হয়ে গেছে। ফলে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলও ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসূমে সড়কে সৃষ্টি হওয়া গর্তে পানি জমে থাকার কারণে সাধারণ মানুষ চলাচলের সময় যানবাহন চলাচল করলে গর্তের ময়লা পানি ছিটকে পড়ে কাপড়-চোপড় নষ্ট হয়ে যাচ্ছে। এ সড়ক দিয়ে পৌরসভার জিহস ফকির পাড়া, সাতবাড়ীয়া, চৌধুরী পাড়া, চমুদার পাড়া, ফকির পাড়া, কাজি পাড়ার লোকজন চলাচল করার পাশাপাশি গাছবাড়ীয়া সরকারি কলেজ, মহিলা কলেজ, গাছবাড়ীয়া উচ্চ বিদ্যালয়, মমতাজ বেগম বালিকা বিদ্যালয়, গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাশিমপুর মকবুলিয়া মাদরাসার শিক্ষার্থীরা চলাচল করে থাকে। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারের জন্য এলাকার সাধারণ মানুষ পৌর মেয়রসহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেছে।