সারা দেশের ন্যায় চন্দনাইশের মাধ্যমিক স্তরের শিক্ষকদের পাঠদান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল ১৭ সেপ্টেম্বর সকালে চন্দনাইশ ইউআইটিআরসিই সেন্টারে শুরু হয়। প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদরুদ্দোজা। তিনি বলেন, এ প্রশিক্ষণ গ্রহণের মধ্য দিয়ে মাধ্যমিক পর্যায়ে কর্মরত শিক্ষকগণ মাল্টিডিমিয়ার মাধ্যমে মানসম্মত, বাস্তবমূখী পাঠদানে সক্ষম হবেন। সে সাথে শিক্ষার্থীদের সামগ্রিকভাবে শিক্ষার গুণগতমান বৃদ্ধি পাবে। সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নে একধাপ এগিয়ে শিক্ষার্থীরা। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রশিক্ষণ লব্দ জ্ঞান শিক্ষার্থীদের মাঝে যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সহায়ক হিসেবে কাজ করবে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক সিবগাতুদ্দোজা মো. ছগির, জাইকার প্রতিনিধি পাপিয়া চাকমা, একাডেমিক সুপার ভাইজার বিপীন চন্দ্র রায়, মাস্টার ট্রেইনার যথাক্রমে আবুল বশর, শংকর বড়ুয়া, ইন্দ্রজিৎ চক্রবর্তী প্রমুখ।