চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালতে ভূয়া চিকিৎসককে অর্থদন্ড

গত ১ অক্টোবর চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দীন আহমদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের মৌলভীবাজারে এক ভূয়া চিকিৎসককে সনদপত্রবিহীন চিকিৎসা প্রদান ও ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ প্রদানের অপরাধে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালন।
এইসময় আরো চারটি দোকানে অভিযান চালিয়ে মেয়অদোত্তীর্ণ সরকারি চিকিৎসকদের দেয়া সেম্পলের ওষুধ বিক্রি এবং লাইসেন্সবিহীন দোকান পরিচালনার অপরাধে ৪৭ হাজার টাকা জরিমানাও আদায় করেন আদালত।
সূত্রে জানা যায়, বরকল মৌলভীবাজার এলাকায় গোলাম মোস্তফা সবুজ নামের এক ব্যক্তি নিজেকে মা ও শিশু বিশেষজ্ঞ চিবিৎসক পরিচয়ে লোকজনকে ভূয়া চিকিৎসাসেবা দিয়ে আসছিল। ভ্রাম্যমাণ আদালত কর্তৃক গোলাম মোস্তফার চিকিৎসাসনদসহ কাগজপত্র দেখতে চাইলে সে কোন ধরনের কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। একই উপজেলার সদরে মেয়াদোত্তীর্ণ সরকারী চিকিৎসকদের জন্য দেয়া সেম্পললের ওষুধ বিক্রি এবং লাইসেন্স না থাকার অপরাধে সৌদিয়া ফার্মসিকে ১০ হাজার টাকা চৌধুরী ফার্মেসিকে ৩০ হাজার টাকা এবং মায়ের দোয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং বরকলের শাহ মজিদিয়া ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।