চন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক আবদুল শুক্কুর ফকিরের (৬০) মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলার হাছনদন্ডী এলাকায় ঘটে। আবদুল শুক্কুর ফকির উপজেলার দোহাজারী পৌরসভাধীন পূর্ব হাছনদন্ডি এলাকার মৃত লাল মিয়ার ছেলে। আবদুল শুক্কুর ফকির মৃত্যুকালে ২ ছেলে ও ১ কন্যা সন্তান রেখে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১১টায় আবদুল শুক্কুর ট্রাক্টর নিয়ে নিজ খেতে জমি চাষ করতে যান। খেতের উপর দিয়ে চলে যাওয়া বৈদুত্যিক লাইনের তার ছিড়ে খেতে পড়ে। এসময় ট্রাক্টরটি প্রবেশ করার জন্য বৈদ্যুতিক তারটি পরিত্যক্ত মনে করে হাত দিয়ে সরিয়ে দিতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্টে হয়ে পড়েন। বিদ্যুৎস্পৃষ্টে হয়ে জমিতে ছটপট করতে থাকা অবস্থায় পাশ্ববর্তী এক কৃষক দেখতে পেয়ে পরিবারে খবর দিলে পরিবারের লোকজন এসে চন্দনাইশস্থ বেসরকারি বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাদে মাগরিব মধ্যম হাছনদন্ডী জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।