চন্দনাইশে পুরস্কার বিতরণী সভায় সম্পন্য

এলডিপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, সরকারের সদিচ্ছার কারণে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠ পরিবেশ রয়েছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত পাঠানোর মাধ্যমে সু–শিক্ষিত জাতি গঠনের উপর গুরুত্বারোপ করেন তিনি। নারী শিক্ষার উন্নয়নে সরকারের পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, বর্তমানে ছাত্রীদের জন্য সরকার উপ–বৃত্তি, বিনামূল্যে বই বিতরণ, ডিগ্রী পর্যন্ত বিনা বেতনে অধ্যয়ন কর্মসূচি অব্যাহত রেখে নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকের মেয়েরা সু–শিক্ষিত হয়ে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে মেধার স্বাক্ষর রেখে চলেছে। মেয়েরা শিক্ষিত হলে পুরো–পরিবার তথা দেশে শিক্ষার আলো ছড়াবে। নারীরা এখন প্রতিটি ক্ষেত্রে শিক্ষার অগ্রগতির কারণে ভূমিকা রেখে চলেছে।
গাছবাড়িয়া মমতাজ বেগম বালিকা উচ্চ বিদ্যালয় ও গাছবাড়িয়া নুরুল ইসলাম কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় মাঠে পরিচালনা পরিষদ সভাপতি সামশুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে গতকাল ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড.কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। উদ্বোধক ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাবেক পৌর মেয়র মো. আইয়ুব কুতুবী, অধ্যক্ষ আবুল খায়ের, অধ্যাপক সিরাজুল করিম, এলডিপি’র সাধারণ সম্পাদক আকতার আলম, এম আইনুল কবির। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন। শিক্ষক সাজেদা সুলতানা ও সুমন শর্ম্মার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন এলডিপি নেতা আবিদুর রহমান বাবুল, আকতার উদ্দিন, মহিউদ্দিন, কিন্ডার গার্টেনের অধ্যক্ষ বিজয় কৃষ্ণ ধর, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য কামরুল আহসান, শিক্ষক মনিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক এম মহসিন, উজ্জল চক্রবর্তী, শওকত হোসেন, লুৎফুন্নেছা প্রমুখ।