চন্দনাইশে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে বৃদ্ধকে মারধর, মামলার প্রস্তিুতি।

চন্দনাইশে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে ছৈয়দ করিম(৫০) নামের ১ জনকে মারধর করে আহত করেছে প্রতিপক্ষরা। ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় কানাইমাদারির মৃত সেকান্দর আলীর ছেলে মো. ছৈয়দ করিম(৫০)কে মারধর করে গুরুতর আহত করে। তাকে মুমূর্ষ অবস্থায় চন্দনাইশ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রথমিক চিকিৎস্যার পর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানা যায়।