চন্দনাইশে গাড়ি চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

গতকাল ২৬ সেপ্টেম্বর বিকেলে চন্দনাইশ গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে পুষ্পা আকতার (৯) নামের ৩য় শ্রেণি এক বাক প্রতিবন্ধী শিশু চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রাম মুখি শাহ আমির পরিবহন নামের দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের (নং- ভোলা- ব- ১১-০০০৫) চাপায় ঘটনাস্থলে প্রাণ হারায়। নিহত শিক্ষার্থী হচ্ছে মধ্যম গাছবাড়িয়া আবু তালেব মুনসী বাড়ির মনজুরুল ইসলামের কন্যা পুস্প আকতার (৯)।
এই ঘটনায় হাইওয়ে পুলিশ এসে গাড়িটি জব্দ করলেও চালক-সহকারীরা পালিয়ে যায়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।