গতকাল ২৬ সেপ্টেম্বর বিকেলে চন্দনাইশ গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে পুষ্পা আকতার (৯) নামের ৩য় শ্রেণি এক বাক প্রতিবন্ধী শিশু চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রাম মুখি শাহ আমির পরিবহন নামের দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের (নং- ভোলা- ব- ১১-০০০৫) চাপায় ঘটনাস্থলে প্রাণ হারায়। নিহত শিক্ষার্থী হচ্ছে মধ্যম গাছবাড়িয়া আবু তালেব মুনসী বাড়ির মনজুরুল ইসলামের কন্যা পুস্প আকতার (৯)।
এই ঘটনায় হাইওয়ে পুলিশ এসে গাড়িটি জব্দ করলেও চালক-সহকারীরা পালিয়ে যায়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।