গত ৬ অক্টোবর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া হাছনন্ডী এলাকায় প্রতিপক্ষের হামলার ঘটনায় গুরুতর আঘাত প্রাপ্তহন কামাল উদ্দিন এর ৫দিনের মাথায় গত ১০ অক্টোবর ভোর রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর ৩ দিন পর তার ছোট ভাই নেছার উদ্দিন বাদী হয়ে মতিউর রহমানকে প্রধান আসামি ও ২৩ জনের নাম উল্লেখ করে অবশেষে চন্দনাইশ থানায় গতকাল ১৩ অক্টোবর রাতে মামলা দায়ের করেন।
কামালের মৃত্যুর ঘটনার ৩দিন পর গত ১৩ অক্টোবর রাতে মৃত আজিজুর রহমানের ছেলে মতিউর রহমান (৪৮), তার স্ত্রী মর্জিয়া বেগম (৪০), ছেলে তারেকুর রহমান (২৪), ভাই মো. গোলাফুর রহমান (৪০), কাঞ্চননগরে সন্ত্রাসী হামলায় নিহত মুজাফ্ফরের ছোট ভাই সায়েদ মো. প্রকাশ তানিম উদ্দিন (২৫)সহ ২৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। মামলা তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত)এসএম দিদারুল ইসলাম খন্দকার তদন্তভার গ্রহণ করে ঘটনাস্থলে যান বলে জানান। তিনি বাদীর ভাই বাবুলসহ ঘটনাস্থল পরিদর্শন করে আসামিদের ধরতে অভিযান চালান। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার করা যায়নি।