চন্দনাইশ উপজেলার ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম রানার সভাপতিত্বে যুবলীগ ও হাশিমপুর ইউনিয়ন যুবলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হাশিমপুর বাগিচা হাট চত্বরে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মাহবুবুর রহমান চৌধুরী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান চৌধুরী বলেন চন্দনাইশ ৩ মাসের জন্য গঠিত যুবলীগের আহবায়ক কমিটি ৩ তিন বছর অতিবাহিত হয়েছে। কোন ইউনিয়ন কিংবা পৌরসভায় কোন ধরনের সভা করতে তারা ব্যর্থ হয়েছে। এমনকি উপজেলা শাখারও কোন সভা করতে পারে নি। সারা দেশে ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে যুবলীগ অত্যন্ত গতিশীল ও যুগোপযোগী কর্মসূচির মধ্য দিয়ে দেশবিরোধী চক্রের চক্রান্ত মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করছে, অথচ চন্দনাইশ উপজেলা যুবলীগের কমিটি তাদের পদবী ব্যবহার করে অপকর্মে ব্যস্ত। তিনি অবিলম্বে মেয়াদ উত্তীর্ণ উপজেলা যুবলীগের কমিটি বাতিল করতে কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগের সদস্য গিয়াস উদ্দিন সুজন বলেন, চন্দনাইশে আগামী নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে যেকোন মূল্যে বিজয়ী করতে যুবলীগের তৃণমূলের নেতাকর্মীদের শপথ নিতে হবে। সম্প্রতি উপজেলা যুবলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি হঠাৎ করে সংগঠনের নীতিমালা তোয়াক্কা না করে ইউনিয়ন কমিটি খবর পত্রিকায় প্রকাশ করেছে। যা তৃণমূল নেতাকর্মীরা মেনে নেয় নি।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন খাগরিয়া ইউপি চেয়ারম্যান আখতার হোসেন, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ নেতা জাকের হোসেন চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের কার্যকরি সদস্য সাখাওয়াত হোসেন শিবলী, সাংস্কৃতিক সম্পাদক বেলাল হোসেন মিঠু ও কার্যকরি সদস্য হাসান মাহমুদ। যুবলীগ নেতা আবদুর রহিম রনি ও ছাত্রলীগ নেতা মোঃ আরমানের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চন্দনাইশ পৌরসভা যুবলীগ সাধারণ সম্পাদক লোকমান হাকিম, উপজেলা যুবলীগ আহবায়ক কমিটির সদস্য শহীদ আলী, আজাদ হোসেন টিপু, আব্দুল হাকিম রাজু, কাজী খোরশেদ আলম, কেন্দ্রীয় প্রজন্মলীগ নেতা জাহাঙ্গীর আলম, চন্দনাইশ পৌরসভা যুবলীগ নেতা মুজিবুর রহমান, নাসির উদ্দিন চৌধুরী, শহীদুল ইসলাম টিটু, যুবলীগ নেতা আব্দুল মালেক, আকতার হোসেন, আব্দুর রশিদ, ফিরোজ আহমদ, ফরিদুল আলম, ছাত্রলীগ নেতা করম উল্লাহ, তুষার সিকদার, কাজী আরমান, তৌহিদুল আলম ইসমাইল হোসেন নয়ন, আব্বাস উদ্দিন খান সুপন, সাহেদুল আলম, রাশেদুল আলম, মোঃ ইদ্রিচ, শহীদুল ইসলাম সাকব প্রমুখ। বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা যুবলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি ও হাশিমপুর যুবলীগের কমিটি বাতিলের দাবিতে এক বিক্ষোভ মিছিল আরাকান সড়ক প্রদক্ষিণ করে।