চন্দনাইশে আবদুল্লাহ হত্যা মামলার আসামি ফেরদৌস গ্রেপ্তার

গত ২৭ সেপ্টেম্বর রাতে চন্দনাইশের মুরাদাবাদ থেকে আবদুল্লাহ হত্যা মামলার আসামি ফেরদৌসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, উপজেলার পূর্বাঞ্চল পাহাড়ে ২০১৭ সালের ১১ ডিসেম্বরে মাদক ছিনতাইয়ের ঘটনা নিয়ে গোলাগুলিতে আবদুল্লাহ নিহত হয়। এ ঘটনায় তার ভাই আবদুর রশিদ ফেরদৌসসহ ৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন। এর পর থেকে ফেরদৌস পুলিশের চোখ ফাঁকি দিয়ে পাহাড়ি এলাকায় অবস্থান করে।
পুলিশ খবর পেয়ে গত ২৭ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে মুরাদাবাদ এলাকা থেকে ফেরদৌসকে গ্রেপ্তার করে।