চন্দনাইশের মমতা’র বাস্তবায়িত চট্টগ্রামের লাল গরু প্রদর্শনী খামার পরিদর্শন

গত ১৯ সেপ্টেম্বর পিকেএসএফ এর সহায়তায় চন্দনাইশের বরকল ইউনিয়নের কানাইমাদারীতে অবস্থিত মমতা’র বাস্তবায়িত চট্টগ্রামের লাল গরু প্রদর্শনী খামার এবং কুচিয়া চাষ প্রদর্শনী খামার পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম ম-ল। এসময় আরো উপস্থিত ছিলেন প্রাণি সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. হীরেশ রঞ্জন ভৌমিক ও চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রিয়াজুল হক জসিম। পরিদর্শনকালে মমতা’র সহ-প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, পরিচালক (আইসিটি, প্রোগ্রাম ও প্রজেক্ট) তৌহিদ আহমেদ, পরিচালক (অর্থ) ইকবাল আল মাহামুদ, মমতা’র কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের টিম লিডার এনামুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা-কর্মীবৃন্দসহ মমতা’র অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।