চন্দনাইশের উত্তর বরকল এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক ছাত্রের মৃত্যু

গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চন্দনাইশের উত্তর বরকল এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক ছাত্রের মৃত্যু ঘটনা ঘটেছে।এই ঘটনায় মৃত্য যুবকের নাম মো. শাহাদাত হোসেন মানিক (১৩)। নিহত যুবক রজবিয়া হেফজখানায় অধ্যয়নরত ছিল। সে আনোয়ারা উপজেলার মধ্যম বারখাইন গ্রামের শওকত আলীর ছেলে।
জানা যায়, হেফজখানার পেছনে আমলকি গাছে উঠলে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয় মানিক। মুমূর্ষু অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদে আছর বরকলস্থ হেফজখানা মাঠে, বাদে মাগরিব গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
হেফজখানার প্রতিষ্ঠাতা মাওলানা ফেরদৌসুল আলম আল কাদেরী বলেন, ঘটনার সময় অন্যান্য শিক্ষার্থীরা ঘুমিয়ে থাকলেও মানিক সবার অগোচরে বেরিয়ে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়। মানিকের পরিবারের পক্ষ থেকে থানায় বিষয়টি অবহিত করা হয়। সে ২ বছর পূর্বে এই প্রতিষ্ঠানে ভর্তি হয়।
চন্দনাইশ থানার ওসি কেশব চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।