নগরীতে ৩য় আন্তর্জাতিক সূফি ও লোক উৎসব আয়োজন উপলক্ষে গতকাল শনিবার সিটি কর্পোরেশনের কনফারেন্স হলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। সভায় ৩ দিনব্যাপী ৩য় আন্তর্জাতিক সূফি ও লোক উৎসব এবং সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়। আলোচনা শেষে আগামী ২৮ থেকে ৩০ মার্চ (সম্ভাব্য) পর্যন্ত চট্টগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সম্মেলনকে সফল করার লক্ষে সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন চেয়ারম্যান ও ইউসুফ মুহম্মদকে জেনারেল সেক্রেটারি করে ১০১ সদস্যবিশিষ্ট ৩য় আন্তর্জাতিক সূফি ও লোক উৎসব কমিটি গঠন করা হয়। সভায় সিটি মেয়র বলেন, দেশ থেকে জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মূল, বোধ, বুদ্ধি সম্পন্ন মানুষ তৈরি ও সুন্দর সমাজ বিনির্মাণে এই ধরনের সম্মেলন ও উৎসবের আয়োজন অতীব গুরুত্বপূর্ণ। এতে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শুকলাল দাশ, শিল্পী ইকবাল হায়দার, শাহেদা নাসরীন, মহিউদ্দিন শাহ আলম নিপু, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ মামুন শরীফ প্রমুখ ।