চট্টগ্রাম সাতকানিয়ার ইতিহাসে এই প্রথম মন্ত্রণালয়ে ড. আ ফ ম খালিদ

ডেস্ক নিউজ : নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন চট্টগ্রামের সাতকানিয়ার কৃতিসন্তান অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসাইন। সাতকানিয়ার ইতিহাসে এই প্রথম কোন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রপ্ত ব্যাক্তি।

আবুল ফয়েজ মুহাম্মদ (আ ফ ম) খালিদ হোসেনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শায়। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির।

১৯৮২ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ (অনার্স) ও ১৯৮৩ সালে একই বিষয়ে এমএ পাশ করেন। ২০০৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে ‘হযরত মুহাম্মদ (সা.) এর খুতবা : একটি সামাজিক-সাংস্কৃতিক গবেষণা ’ বিষয়ের উপর পিএইচডি সম্পন্ন করেন।

১৯৮৭ সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম ফাযিল মাদ্রাসায় আরবি ভাষা ও সাহিত্যের প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা। পরে তিনি ঐ মাদ্রাসার উপাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন।
১৯৯২ সাল থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম ওমরগণি এমইএস কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন।
২০০৭ সাল থেকে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার ধর্মীয় ও সাহিত্য বিষয়ক মুখপত্র মাসিক আত তাওহীদের সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন। এছাড়া তিনি হালিশহর এ-ব্লক হজরত উসমান (রা.) জামে মসজিদের খতিব, আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরির মুহাদ্দিস হিসেবে দায়িত্বরত আছেন।