চট্টগ্রাম শহরের সবুজায়ন প্রকল্পগুলো সংরক্ষণে অনিশ্চয়তা ।

চট্টগ্রাম শহরের সবুজায়নে উল্লেখযোগ্য কাজ হলেও এসব প্রকল্পগুলো সংরক্ষণে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত গ্রিন সিটি ক্লিন সিটি বিনির্মানের ঘোষণা বাস্তবায়নে নগরীর পরিচ্ছন্নতা অভিযান ও সবুজায়ন ছিল অগ্রাধিকার। এ নিয়ে শহরের নাগরিকদের অভিমত,পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি সবুজায়নে হয়েছে চোখে পড়ার মত। তাই সত্যিকার বানিজ্যিক রাজধানী হিসেবে নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে সবুজায়নকেই বেশী গুরুত্ব দিতে হবে। সবুজায়নের নামে কিছু দোকানপাট ও বানিজ্যিকিকরন হলেও সিটি কর্পোরেশন সেগুলো সংস্কার করে নিয়মের মধ্যে এনে স্বাভাবিক রাখতে পারে। তবে তা যেন হয় সবুজ সংরক্ষণ করে,কোন সবুজ প্রকল্প অরক্ষিত করে নয়। সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের মোড়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্কুল কলেজের পাশের সবুজায়ন হয়েছে বেশ দৃষ্টিনন্দিত। বিলবোর্ড অপসারণ ছিল এই সবুজায়ন অভিযানের প্রথম পদক্ষেপ। বিলবোর্ড ব্যবসায়ী সিন্ডিকেটদের কঠিনভাবে মোকাবেলা করতে হয়েছে সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনকে। একে একে বিলবোর্ড অপসারণের মধ্য দিয়ে চট্টগ্রাম শহরের সবুজ পাহাড় ও নীলাকাশ দৃষ্টি নন্দন করে তুলেছে। উন্মোচিত হয়েছে বন্দরনগরীর চিরায়ত প্রাকৃতিক সৌন্দর্যকে। পাশাপাশি শহরের বিভিন্ন পয়েন্টে রাস্তার ধারে ও রোড ডিভাইডারে গড়ে তোলা হয়েছে ছোটখাটো বাগান। এসব কাজ নিয়মের মধ্যেই করা হয়েছে উল্লেখ করে সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নগরীর বিভিন্ন পয়েন্টে সবুজায়ন প্রকল্পগুলো সিটি কর্পোরেশনের কোন ফান্ড থেকে করা হয় নি। সম্পূর্ণ আউটসোর্সিং বা স্পনসরদের মাধ্যমে কাজগুলো করা হয়েছে। এতে সরকারের বা সিটি কর্পোরেশনের কোন টাকা ব্যয় হয় নি। এখানে স্পন্সর কোম্পানিগুলোর বিজ্ঞাপন থাকা স্বাভাবিক। পৃথিবীর সব দেশেই এধরণের উদ্যোগ বানিজ্যিকভাবে স্বীকৃত। তবে সবুজায়ন করা বড় কথা নয়, এগুলোর সংরক্ষণের উপর জোর দিচ্ছেন পরিবেশবাদী সচেতন ব্যক্তি ও সংগঠন। তারা বলছেন নগরে যথেষ্ট সবুজায়ন হয়েছে, এখন শুধু প্রয়োজন যেগুলো হয়েছে সেগুলোর যথাযথ সংরক্ষণ। সবুজ সংরক্ষণের বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, পরিচ্ছন্ন ও নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে সবুজ সংরক্ষণ সহ যা যা করার দরকার আমরা তা করব। সবুজ ও সুন্দর শহর হিসেবে টিকিয়ে রাখতে নাগরিক সমাজকেও ভূমিকা রাখতে হবে। ………..