চট্টগ্রাম লোহাগাড়া বার আউলিয়া বিশ্ববিদ্যালয় ডিগ্রি কলেজের নতুন এডহক কমিটি অনুমোদন

লোহাগাড়া সংবাদদাতা : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের কমিটি বাতিল করে নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

এতে অধ্যাপক মুহাম্মদ শফিককে সভাপতি এবং অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীকে বিদ্যোৎসাহী সদস্য করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ওই এডহক কমিটির অনুমোদন দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার।

উল্লেখ্য, আগামী ২০২৫ সালের ১১ মার্চ পর্যন্ত এই এডহক কমিটি দায়িত্ব পালন করবে। এদিকে ঘোষিত নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।