চট্টগ্রাম রেঞ্জে কমিউনিটি পুলিশে সেরা চন্দনাইশ

চট্টগ্রাম রেঞ্জে সবকটি থানার মধ্যে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে চন্দনাইশ সেরা হয়ে পুরস্কৃত হয়েছে। গত ১৯ মার্চ চট্টগ্রামের ডিআইজি কার্যালয়ে এ উপলক্ষে এক সভা ডিআইজি খন্দকার মো. গোলামফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় রেঞ্জের সকল এসপি, এডিশনাল এসপি, এএসপিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ সময় চন্দনাইশকে গত ফেব্রুয়ারি মাসে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রমের জন্য শ্রেষ্ঠ নির্বাচিত করে চন্দনাইশ শাখার সভাপতি চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।