চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি খন্দকার গোলাম ফারুক

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের নতুন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার গোলাম ফারুক। রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিসিএস (পুলিশ) ১২ তম ব্যাচের কর্মকর্তা খন্দকার গোলাম ফারুক সর্বশেষ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অন্যদিকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামানকে পুলিশ অধিদফতরের ডিআইজি (টিআর) পদে বদলি করা হয়েছে।