শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা।
সোমবার (৫ মার্চ) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেন তারা।
রোববার (৪ মার্চ) জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধনও করেন শিক্ষকরা।
চবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাধব দীপ বলেন, ‘মুহম্মদ জাফর ইকবাল স্যারের ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। তারা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সকল একাডেমিক কাজ থেকে বিরত ছিলেন।’