চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক

ছাত্রলীগের কর্মীদের আটক ও মারধরের প্রতিবাদে প্রক্টরের পদত্যাগ দাবি করে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক কমিটির সহসভাপতি মো. মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর সোমবার রাতে শাহ আমানত ও শাহজালাল হলে পুলিশ ব্যাপক তল্লাশি চালিয়েছে। সেসময় কয়েকজনকে আটক করেছে পুলিশ। এছাড়া পরিত্যক্ত অবস্থায় দুইটি দেশীয় কাটা রাইফেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহ জালাল ও শাহ আমনত হলে অবস্থান নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের কর্মীরা সংঘর্ষে জড়ায়। সেসময় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ঢিলের আঘাতে অন্তত ছয়জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে টিয়ার শেল ছুড়তে হয়।

এ ঘটনার পরদিন ক্যাম্পাসগামী শাটল ট্রেন বন্ধ রয়েছে। বাধা দেয়া হয়েছে বাস চলাচলেও।

ষোলশহর স্টেশনের মাস্টার মো. বলেন, মঙ্গলবার সকালে বটতলী স্টেশন (পুরাতন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন) থেকে বিশ্ববিদ্যালয়গামী কোনো ট্রেন ছেড়ে আসতে পারেনি।

তবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী।